আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ

আয়ারল্যান্ডের জন্য অর্থনৈতিক অঞ্চল
আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী সাইমন কভেনির সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবহারের সুযোগ দিতে চায় বাংলাদেশ। এই অর্থনৈতিক অঞ্চলে ইউরোপীয় দেশটির বড় বড় প্রতিষ্ঠান বিনিয়োগ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

গতকাল সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী সাইমন কভেনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সালমান এফ রহমান এ কথা জানান।

তিনি বলেন, 'খুবই শিগগির দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সমঝোতা স্মারক সই হবে। আশা করি, আয়ার‌ল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। আয়ারল্যান্ডে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা দেখতে ব্যবসায়ী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়ারল্যান্ডে যাবো।'

বাংলাদেশে পর্যটন খাতে আয়ারল্যান্ড বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বাংলাদেশের সঙ্গে দেশটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে চায় জানিয়ে সালমান এফ রহমান বলেন, 'আয়ারল্যান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারলে বাংলাদেশ ভালো করবে। আয়ারল্যান্ড কীভাবে বিনিয়োগ আকর্ষণ করছে তা শেখার জন্য দেশটিতে বিডা-বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধি পাঠাতে চায় সরকার।'

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে উভয় দেশ কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ওষুধ, আইটি ও পর্যটন খাতকে গুরুত্ব দিতে চায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago