বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এডিবি

গত এপ্রিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশের পূর্বাভাস দিয়েছিল এডিবি।
এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে বলেছে—চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

গত সপ্তাহে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই ২০২৪-এ বলা হয়েছে, শিল্প খাতের ধীর প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ থেকে কমে সাড়ে ছয় শতাংশ হতে পারে।

গত এপ্রিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশের পূর্বাভাস দিয়েছিল এডিবি।

ম্যানিলা-ভিত্তিক ঋণদাতা সংস্থাটির এই পূর্বাভাস সরকারের ছয় দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় কম।

ইন্টারনেট বিভ্রাট, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউয়ের মধ্যে পাঁচ দিনের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মক বিঘ্নিত হওয়ার ঠিক আগে এডিবির এই পূর্বাভাস এলো।

সংস্থাটি বলেছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশে মাসিক মূল্যস্ফীতির হার দুই অঙ্কের কাছাকাছি ছিল। দেশে খাদ্যপণ্যের বেশি দামের কারণে তা অব্যাহত থাকতে পারে।

Comments