দেশে বেকারের সংখ্যা বেড়েছে ১ লাখ ৪০ হাজার

দেশে বেকারের সংখ্যা বেড়েছে ১ লাখ ৪০ হাজার
সারা দিন তক্তার ওপর দিয়ে মাথায় ডালা বোঝাই করে কয়লা টানলে তারা মজুরি পান দৈনিক ২০০ টাকা। ছবিটি সম্প্রতি গাবতলী বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন থেকে তোলা | ছবি: এমরান হোসেন/স্টার

চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে বেকারের সংখ্যা পাঁচ দশমিক ছয় শতাংশ বেড়ে ২৬ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে কর্মহীন মানুষ ছিল ২৫ লাখ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৬৫ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল তিন দশমিক ৪১ শতাংশ।

এতে আরও বলা হয়, পুরুষের মধ্যে কর্মহীনতা বেড়ে যাওয়ায় বেকারের সংখ্যা বেড়েছে। তবে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে নারীর কর্মসংস্থানের হার বেড়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে শ্রমশক্তির বাইরে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৯৫ লাখ, যা আগের বছরের তুলনায় চার দশমিক ছয় শতাংশ বেশি।

শ্রমশক্তির অংশগ্রহণের হার এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ৫৯ দশমিক তিন শতাংশে নেমে এসেছে। আগের বছরে ছিল ৬০ দশমিক সাত শতাংশ।

Comments

The Daily Star  | English
sirens sound in israel after iran missile attack

Attacking military infrastructure in Western and Central Iran: Israeli military

Trump to decide within two weeks on possible military involvement

20h ago