টেকসই উন্নয়নের ভিত তৈরিতে টাস্কফোর্স গঠন

সিআইপি, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিপু মুনশি, এফবিসিসিআই,

বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে টাস্কফোর্স গঠন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

এই টাস্কফোর্সের নেতৃত্বে দেবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কেএএস মুরশিদ।

গতকাল মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, টাস্কফোর্সকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন- বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান,  কমনওয়েলথ সচিবালয়ের গবেষণা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আব্দুর রাজ্জাক, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডা. রুমানা হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মনজুর, বিআইডিএসের গবেষণা পরিচালক মনজুর হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বিডিজবসের সিইও একেএম ফাহিম মাশরুর এবং পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো. কাউসার আহমেদ।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

59m ago