এফবিসিসিআইতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নবনিযুক্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে এফবিসিসিআই বোর্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে নেতৃত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।
এফবিসিসিআই

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতির পদত্যাগের পর প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব হাফিজুর রহমানকে এফবিসিসিআইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে নবনিযুক্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে এফবিসিসিআই বোর্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে নেতৃত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

এফবিসিসিআইয়ের সদ্য বিদায়ী সভাপতি মাহবুবুল আলম অসুস্থতার কারণে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ২০২৩ সালের আগস্টে তিনি সম্মিলিত ঐক্য পরিষদের ব্যানারে ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি হন।

Comments