কারখানা চালু রাখতে বাড়তি নিরাপত্তা চান তৈরি পোশাক মালিকরা

সংবাদ সম্মেলনে কারখানা মালিকরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে।
শ্রমিক অসন্তোষ, পোশাক শ্রমিক, বিজিএমইএ,
আজ বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: স্টার

শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাক কারখানা চালু রাখতে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মালিকরা।

আজ সোমবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ'র জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, 'আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি, তা না হলে শ্রমিক অসন্তোষের কারণে আমাদের কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে।'

সংবাদ সম্মেলনে কারখানা মালিকরা বলেন, শ্রমিকদের ১৮ দফা দাবি আদায়ের পরও পোশাক খাতে অসন্তোষ বিরাজ করছে। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে।

ভাঙচুরের কারণে অনেক কারখানা চালু করতে না পারায় পোশাক শিল্প মালিকরা সরকারকে বাড়তি নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া, জিরানি ও জিরাবোর মতো শিল্পাঞ্চলের কারখানাগুলো প্রতিদিনই বন্ধ হয়ে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Bullet-hit RMG worker dies 'following clash with law enforcers' in Ashulia

An RMG worker died with bullet wounds after a clash broke out between protesting workers and law enforcers in Ashulia today

32m ago