জুলাই-সেপ্টেম্বরে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফা কমেছে ৪৮ শতাংশ

ইউনিলিভার

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফা গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কমেছে ৪৮ শতাংশ।

প্রতিষ্ঠানটির মুনাফা আগের বছরের একই সময়ের ৩১ কোটি ১৬ লাখ টাকা থেকে কমে হয়েছে ১৫ কোটি ৯২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে আট টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময় ছিল ১৬ টাকা ১৭ পয়সা।

প্রতিষ্ঠানটি ইপিএস কমার জন্য প্রাথমিকভাবে আয় কমে যাওয়াকে দায়ী করেছে।

এ ছাড়াও, জুলাই থেকে সেপ্টেম্বরের আয়ের ওপর ইউনিলিভারের মূল প্রতিষ্ঠান থেকে নতুন প্রযুক্তি ও ট্রেডমার্ক রয়্যালটি চার্জ আরোপ করা হয়েছে।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার জানিয়েছে, পরিচালন দক্ষতা ও নূন্যতম আয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমে হয়েছে সাত টাকা ৫২ পয়সা।

গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার হওয়া প্রতিষ্ঠানটি হরলিক্স, বুস্ট ও গ্লুকোম্যাক্স ডিসহ অন্যান্য খাদ্যপণ্য ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে বিপণনের করছে।

আজ মঙ্গলবার ডিএসইতে দুপুর ১টা ৬ মিনিট পর্যন্ত প্রতিষ্ঠাটির শেয়ারের দাম এক দশমিক ৪৬ শতাংশ বেড়ে হয় দুই হাজার ৬০৮ টাকা।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

1h ago