অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান মারা গেছেন

অধ্যাপক আনিসুর রহমান। ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলাদেশে প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান আজ রোববার ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ জানান, আজ দুপুর ১টা ১৫ মিনিটে মারা গেছেন অধ্যাপক আনিসুর রহমান।

অধ্যাপক আকাশ বলেন, 'তিনি আমাদের আদর্শ ছিলেন। তিনি বলতেন, বাংলাদেশের কৃষিই তোমাদের পাঠ্যপুস্তক এবং কৃষকরাই তোমাদের শিক্ষক।'

অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ এক শোক বার্তায় ড. ইউনূস বলেন, 'বিশিষ্ট অর্থনীতিবিদ আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। অংশীদারি গবেষণা ও আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তার অবদান বিশ্বস্বীকৃত।'

তিনি আরও বলেন, '১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক আনিসুর রহমান। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি একজন রবীন্দ্রসংগীত শিল্পী ছিলেন। লেখক হিসেবেও তিনি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত। দেশ ও দেশের মানুষের প্রতি চিন্তাশীল এই অর্থনীতিবিদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।'

১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন আনিসুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন।

মুক্তিযুদ্ধে ছিল তার অসামান্য অবদান। স্বাধীনতার পর তিনি প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। ১৯৭৭ সালে তিনি জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্থায়ী সচিবালয়ে যোগ দেন। ১৯৯০ সালে তিনি জাতিসংঘের সংস্থা থেকে অবসর গ্রহণ করেন।

সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য ২০০৪ সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।

অধ্যাপক এম এম আকাশ জানান, অধ্যাপক আনিসুর রহমানের আত্মীয়রা বিদেশে অবস্থান করছেন। তারা শিগগির ঢাকা আসবেন। এ জন্য তার মরদেহ ঢাকার বিআইআরডিইএম মর্গে রাখা হবে এবং ৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন।

৭ জানুয়ারি বাদ জোহর সেগুনবাগিচা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ দাফন করা হবে নেত্রকোনা।

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

22m ago