বিস্কুটের ভ্যাট ১৫ শতাংশ থেকে নামলো অর্ধেকে

বিস্কুটে ভ্যাট,
ছবি: সংগৃহীত

বিস্কুটের ওপর ১৫ শতাংশ ভ্যাটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন ঘোষণায় ভ্যাট কমিয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে।

গতকাল বুধবার সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ৯ জানুয়ারি বিস্কুটসহ প্রায় ১০০ পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে দেয় সরকার।

এর আগে, বিস্কুটের ওপর ভ্যাট ছিল পাঁচ শতাংশ।

বিস্কুটসহ এসব পণ্যের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়। বলা হয়, চলমান মূল্যস্ফীতির মধ্যে এই বাড়তি ভ্যাট পণ্যের দাম আরও বাড়িয়ে দেবে।

২০২৩ সালের মার্চ থেকে দেশে মূল্যস্ফীতি নয় শতাংশের বেশি।

গত ২২ জানুয়ারি মোবাইল ফোন ব্যবহার, ইন্টারনেট সেবা ও ওষুধসহ নয় পণ্য ও পরিষেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক কমায় রাজস্ব বোর্ড।

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলো বিস্কুটসহ খাদ্যপণ্যের ওপর বাড়তি ভ্যাটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আসছিল। এরপর বিস্কুটের ওপর ভ্যাট কমানোর ঘোষণা দেয় রাজস্ব বোর্ড।

Comments