রাষ্ট্রের শক্তি বেশি না ব্যবসায়ীদের শক্তি বেশি আমরা দেখতে চাই: চট্টগ্রামের জেলা প্রশাসক

চট্টগ্রামে তেলের সরবরাহ যদি স্বাভাবিক না হয়, তাহলে বুধবার থেকে গুদাম পর্যায়ে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে ব্যবসায়ীদের সঙ্গে সভায় তিনি এ কথা বলেন।
অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, 'সিটি গ্রুপের মত একটা প্রতিষ্ঠিত গ্রুপের কাউকে যদি ১০ দিনের জন্যও কারাদণ্ড দেওয়া হয়, সেটা ওই কোম্পানির জন্য মরে যাওয়ার সমান।'
ব্যবসায়ীরা যত শক্তিশালীই হোক, রাষ্ট্রের শক্তির কাছে সেটা কিছুই না—উল্লেখ করে তিনি বলেন, 'আজকের মধ্যে তেল সরবরাহ স্বাভাবিক করতে হবে, বুধবার থেকে অন্যথায় কঠোর অভিযানের মাধ্যমে জেল দেওয়া হবে। দেখি রাষ্ট্রের শক্তি বেশি, নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি।'
ফরিদা খানম বলেন, আমরা এই নিয়ে চার দফায় বসেছি, সালাম ভাই জানেন আপনারা নিজেরাও ছিলেন। তারপরও এই রমজানের ক্রাইসিসটা থেকেই গেল! এটা ইনফ্যাক্ট দুঃখজনক, আর আমি মনে করি যে, আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, আপনাদের লিডারশিপ নিয়েও আমাদের মনে এখন শঙ্কা জেগেছে যে, আপনারা কোন টাইপের লিডারশিপ দিতে পারছেন।
তিনি বলেন, 'আমরা আর কোনো খুচরা বাজারে অভিযান করব না, আমরা গুদামে অভিযান করব এবং এটা দৃশ্যমান অভিযান হবে। আর শুধু গুদামে অভিযান করে আমরা শেষ করব না, আমরা কিন্তু জেল দিব। আজকে টিকে গ্রুপ বলেন বা সিটি গ্রুপ বলেন এ রকম একটা প্রতিষ্ঠিত গ্রুপের কাউকে যদি আমরা ১০ দিনের জন্য জেল দেই, আমি মনে করি সেই গ্রুপটা মরে যাওয়ার মতো একটা অবস্থা অপরাধের কারণে। সো আপনারা সাবধান হোন।'
Comments