যুক্তরাষ্ট্রকে বাণিজ্য উপদেষ্টার চিঠি, আরও ১০০ মার্কিন পণ্যের ওপর শূন্য শুল্ক প্রস্তাব

ট্যারিফলাইনের আরও ১০০টি পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার চিন্তা করছে বাংলাদেশ বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারকে এ তথ্য উল্লেখ করে তিনি চিঠি পাঠিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের পরিপ্রেক্ষিতে এ চিঠি পাঠানো হয়।

বাংলাদেশের শুল্ক তালিকায় বর্তমানে ১৯০টি পণ্যের ওপর শুল্ক হার শূন্য অর্থাৎ কোনো শুল্ক নেই।

যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা চিঠিতে লিখেছেন, 'এই তুলা দিয়ে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন করে। অথচ যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের পণ্যগুলোর ওপর বেশি শুল্ক আরোপ করা হচ্ছে।'

'আমাদের ট্যারিফলাইনে বর্তমানে ১৯০টি পণ্য শূন্য শুল্কের অন্তর্ভুক্ত রয়েছে এবং আরও ১০০টি পণ্য শূন্য শুল্কের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনাধীন।'

'যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার প্রত্যাহারের পর থেকে মার্কিন প্রশাসন বাংলাদেশ থেকে যাওয়া সব পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করছে, যেখানে আমরা মার্কিন পণ্যের ওপর গড়ে ছয় দশমিক ১০ শতাংশ শুল্ক আরোপ করি—যার মধ্যে কাঁচা তুলা এবং লোহার স্ক্র্যাপের ওপর যথাক্রমে শূন্য শতাংশ এবং এক শতাংশ শুল্ক ধার্য করা হয়,' উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা।

Comments

The Daily Star  | English

UP chairmen’s absence: People suffer amid service disruptions

The situation worsened after the launch of "Operation Devil Hunt" in early February

10h ago