ডিএসই ও সিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই,

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো মূল্যসূচক কিছুটা বেড়েছে।

আজ বুধবার ডিএসইএক্স ৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু-চিপ সূচক ডিএস৩০  শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৪ এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস  শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৪ হয়েছে।

ডিএসইর টার্নওভার ৩২ শতাংশ বেড়ে হয়েছে ৮৫৫ কোটি টাকা।

সিকিউরিটিজগুলোর মধ্যে ৯২টির দর বেড়েছে, ৯১টির কমেছে এবং ১৮৭টির দরে কোনো পরিবর্তন হয়নি।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের দর সর্বোচ্চ বেড়েছে, যা ৯.৯ শতাংশ। লেনদেনের শীর্ষে আরও আছে- রূপালী ব্যাংক, জনতা ইনস্যুরেন্স কোম্পানি, ওরিয়ন ইনফিউশন ও এপেক্স ফুডস।

সবচেয়ে বেশি দর কমেছে অলিম্পিক অ্যাক্সেসরিজের, যা ৮.৩ শতাংশ।

এছাড়া ইয়াকিন পলিমার, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স ও আরামিট সিমেন্ট দরপতনের তালিকায় আছে।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু ওয়াং ফুডের ৭০ কোটি টাকার শেয়ার।

এছাড়া ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, লুব-রেফ (বাংলাদেশ), এডিএন টেলিকম এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার দর বেড়েছে।

দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১৮ পয়েন্টে।

সিএসইতে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭০টির পতন হয়েছে এবং ৮২টির দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। এছাড়া, টার্নওভার ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৪১ লাখ টাকায়।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs: information adviser

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

34m ago