আরএকে সিরামিকসের মুনাফা কমেছে

আরএকে সিরামিকস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই,

বাংলাদেশের অন্যতম বৃহৎ সিরামিক নির্মাতা প্রতিষ্ঠান আরএকে সিরামিকসের মুনাফা চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ৩৪ শতাংশ কমে ২৮ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়িয়েছে। গ্যাস সংকটের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের বাড়তি খরচের কারণে কোম্পানিটির বিক্রির চেয়ে খরচ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সংবেদনশীল তথ্যে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে কোম্পানিটি জানিয়েছে, বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিতিশীলতা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা কোম্পানিটির আয়ে প্রভাব ফেলেছে।

আজ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে সিরামিক নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার দর অপরিবর্তিত ছিল ৪২ টাকা ৯০ পয়সায়।

আরএকে জানায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে বিক্রি সামান্য বৃদ্ধি পেয়ে ৩৮১ কোটি ৩৯ লাখ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৮০ কোটি ৩০ লাখ টাকা। চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে প্রবৃদ্ধিও প্রায় স্থিতিশীল ছিল।

অন্যদিকে অর্থবছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির প্রশাসনিক, বিপণন ও বিক্রয় ব্যয় বেড়েছে। জানুয়ারি-জুন সময়ের বিক্রয় ব্যয় আগের বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যান্য ব্যয় ১৯ শতাংশ বেড়েছে।

সেই হিসাবে জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে হয়েছে শূন্য দশমিক ৬৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক শূন্য এক টাকা। একইসঙ্গে সিরামিক নির্মাতা প্রতিষ্ঠানটির চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে আয় কমেছে। আর্থিক বিবরণী অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৩১ শতাংশ কমে হয়েছে ১২ কোটি ৮০ লাখ টাকা।

Comments

The Daily Star  | English
LDC graduation

Graduation or deferral: Is Bangladesh ready for the post-LDC era?

It now needs to be decided whether Bangladesh should actively pursue a deferral of LDC graduation.

6h ago