ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফা বেড়েছে ৪ শতাংশ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মুনাফা, শেয়ারবাজার,

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে তাদের সামগ্রিক মুনাফা ৪ শতাংশ বেড়েছে।

২০২৩ সালের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটি ৪৯৩ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৪৯৬ কোটি টাকা।

তবে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয়সহ জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির সার্বিক আয় দাঁড়িয়েছে ৯৪৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯১৩ কোটি টাকা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ শতাংশ বেড়ে হয়েছে ১৭ টাকা ৫৯ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, তামাকপাতা রপ্তানি ও বিক্রি বৃদ্ধির কারণে গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে।

আজ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে কোম্পানিটি জানিয়েছে, ২০২৩ সালের প্রথমার্ধে তামাকজাত পণ্য বিক্রি করে তারা ২১ হাজার ২২৯ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। এছাড়া, এপ্রিল-জুন সময়ে বহুজাতিক কোম্পানিটির বিক্রি ১৫ শতাংশ বেড়ে ১১ হাজার ৩২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Govt declares 10-day Eid holiday starting June 5

Offices to remain open on two weekly holidays— May 17 and 24—to offset Eid vacation

15m ago