শেয়ারবাজার

সিএসইতে রেকর্ড ৫৩৩ কোটি ১৫ লাখ টাকা লেনদেন

সিএসইতে আজ রেকর্ড ৫৩৩ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে যা ছিল ১৩ কোটি ১১ লাখ ১৬ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ারবাজার,

দেশের প্রধান দুই শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার সূচক ও লেনদেন বেড়েছে। তবে, আজ সিএসইতে রেকর্ড ৫৩৩ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে।  

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ সূচক ডিএস৩০ শূন্য দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৪ পয়েন্ট হয়েছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৮৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৬৮টির কমেছে এবং ১৮৩টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে মোট ৭৩৪ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়েছে। গত কর্মদিবসে যা ছিল ৫৭৭ কোটি ৫ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ৬২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৪০টির কমেছে এবং ৬৯টির অপরিবর্তিত আছে। সিএসইতে রেকর্ড ৫৩৩ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে যা ছিল ১৩ কোটি ১১ লাখ ১৬ হাজার টাকা। একইসঙ্গে এদিন সিএসইতে ১৬.৩৪ কোটি শেয়ার লেনদনে হয়েছে।

এর আগে, চলতি বছরের ২১ জুন সিএসইতে সর্বোচ্চ ৫৩০ কোটি টাকা লেনদেন হয়েছিল। 

 

Comments

The Daily Star  | English
Sakib Jamal. Photo: Crain's New York Business. Image: Tech & Startup

Bangladeshi Sakib Jamal on Forbes 30 under 30 list

Bangladeshi born Sakib Jamal has been named in Forbes' prestigious 30 Under 30 list for 2024. This annual list by Forbes is a compilation of the most influential and promising individuals under the age of 30, drawn from various sectors such as business, technology, arts, and more. This recognition follows his earlier inclusion in Crain's New York Business 20 under 20 list earlier this year.

4h ago