টানা দ্বিতীয় দিন ডিএসইতে সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিতীয় দিনের মতো সূচকের পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ৬ হাজার ৩৯৪ পয়েন্টে শেষ হয়।

একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ১৬৫ পয়েন্ট। টার্নওভার ২ দশমিক ৭৬ শতাংশ কমে ১ হাজার ৬৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

6h ago