আজও কমেছে ঢাকা শেয়ারবাজারের সূচক

আজ রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ কমে ৬ হাজার ২৮৩ পয়েন্টে শেষ হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, শেয়াবাজার,

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আজও কমেছে।

আজ রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ কমে ৬ হাজার ২৮৩ পয়েন্টে শেষ হয়েছে।

একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১৩ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে ব্লু-চিপ সূচক ডিএস৩০ ২৭ দশমকি ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৯ পয়েন্টে। এছাড়া টার্নঅভার ১৩ দশমিক ৯৫ শতাংশ কমে ৯২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে আজ ১০৭টির দর বেড়েছে, কমেছে ২৫৬টির ও অপরিবর্তিত আছে ২৯টির।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago