টানা দুই কার্যদিবস ডিএসইতে সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচকের পতন হয়েছে।

আজ সোমবার ডিএসইএক্স ৬৮ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমকি ১৭ শতাংশ কমে ৫ হাজার ৭৬১ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ১৪ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ কমে ১ হাজার ২৫১ দশমিক ৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ২ হাজার ৭ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে টার্নওভার দাঁড়িয়েছে ৪৬৮ কোটি টাকায়, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩৯ শতাংশ বেশি।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৩১৫টির এবং ৩৫টির দর অপরিবর্তিত আছে।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

1h ago