ডিএসইতে টানা ষষ্ঠ দিন দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ষষ্ঠ কার্যদিবস শেয়ারের দরপতন হয়েছে।

আজ সোমবার বড় মূলধনী শেয়ারের মধ্যে ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন, রবি আজিয়াটা এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসি) শেয়ারের দাম কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে পাঁচ হাজার ৩৯৩ দশমিক ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১০ দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ কমে এক হাজার ১৮০ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৯ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ১ হাজার ৯৩৮ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে টার্নওভারের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ১২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৩৭ দশমিক ১৫ শতাংশ বেশি।

আজ ডিএসইতে লেনদেনে ফার্মাসিউটিক্যালস খাতের আধিপত্য ছিল, দিনের মোট টার্নওভারের ২৫ দশমিক ৩৬ শতাংশ ছিল এই খাতের। লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ২৭৮টির দাম কমেছে, ৮১টির বেড়েছে এর ৩০টির দর অপরিবর্তিত আছে।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago