বাজেট

মূলধনী মুনাফার ওপর কর আরোপ না করার দাবি ডিএসইর

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, শেয়াবাজার,
ঢাকা ক্লাব লিমিটেডে প্রাক-বাজেট সংবাদ সম্মেলন। ছবি: মো. আসাদুজ্জামান

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূলধনী মুনাফার ওপর কর আরোপ না করার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাব লিমিটেডে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে ডিএসইর সভাপতি হাফিজ মুহাম্মদ হাসান বাবু এ দাবি জানান।

এমন সময় এ দাবি জানানো হলো, যখন রাজস্ব আদায়ে মূলধনী মুনাফার ওপর ১৫ শতাংশ আয়কর আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তিনি বলেন, 'মহামারি পরবর্তী সময় ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শেয়ারবাজার এখনো চাপে আছে। তাই এ সময় নতুন কর আরোপ বিনিয়োগকারীদের ওপর আরও চাপ সৃষ্টি করবে।'

তিনি উৎস করও কমানোর কথাও বলেন।

এছাড়া তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২০ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমানোর প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, 'পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলোকে উৎসাহিত করতে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির করপোরেট কর ব্যবধান ১০ শতাংশ বা ১২ শতাংশ করতে হবে।'

তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির মধ্যে বর্তমানে এই ব্যবধান সাড়ে ৭ শতাংশ।

Comments

The Daily Star  | English
Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

1h ago