সালমান এফ রহমান ও শিবলী রুবাইয়াত শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত

আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে শেয়ারবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য জানিয়েছে।
বিভ্রান্তিকর নাম দিয়ে বন্ড ইস্যু করে বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা 'আইএফআইসি আমার বন্ড' নাম দিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন। বন্ডটি আইএফআইসি ব্যাংক ইস্যু করেছে বলে গ্রাহকদের মিথ্যা ধারণা দেওয়া হয়েছিল, অথচ বন্ড ইস্যু করেছিল শ্রীপুর টাউনশিপ লিমিটেড।
এছাড়া, সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং শায়ানকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি।
Comments