‘কারাগার-২’এর মুক্তি পেছাল যে কারণে
আলোচিত ওয়েব সিরিজ 'কারাগার' এর দ্বিতীয় পার্ট মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ১৫ ডিসেম্বর। কিন্তু বিশ্বকাপ ফুটবলের কারণে নির্ধারিত তারিখে সিরিজটি আসছে না। তবে খুব বেশি দিন অপেক্ষাও করতে হবে না। আগামী ২২ ডিসেম্বর এটি মুক্তি পাবে।
চলতি বছরের আগস্টে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত 'কারাগার'। তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
'কারাগার–১' এর গল্প জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে নিয়ে। তিনি কথা বলতে পারেন না। ইশারার মাধ্যমে তিনি নিজেকে মিরজাফরের খুনি বলে দাবি করেন। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। সেই জট খুলবে দ্বিতীয় পর্বে।
সৈয়দ আহমেদ শাওকী নির্মিত এই ওয়েব সিরিজে রহস্যময় কয়েদির চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি একটি পোস্টার শেয়ার করে কারাগার পার্ট ২ মুক্তির নতুন তারিখের কথা জানিয়েছেন চঞ্চল চৌধুরী সেখানে তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের কারণে 'কারাগার পার্ট টু' আসছে এক সপ্তাহ পর ২২ ডিসেম্বর।
Comments