‘ব্যাচেলর পয়েন্ট' নির্মাতার নতুন ২ ওয়েব প্রজেক্ট

'ব্যাচেলর পয়েন্ট' নির্মাণ করে আলোচিত হয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি। বঙ্গের সঙ্গে ওয়েব সিরিজ 'হোটেল রিল্যাক্স' নির্মাণের পর আরও ২টি ওয়েব কনটেন্ট 'অসময়' ও 'আন্ডার ওয়ার্ল্ড'র সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
সম্প্রতি নতুন ২ কনটেন্টের জন্য চুক্তি সই করেছেন অমি। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কাজল আরেফিন অমি, সহযোগী পরিচালক শিমুল শর্মা, এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ হোসেন ও বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান।
কাজল আরেফিন অমি বলেন, ওয়েব ফিল্ম 'অসময়' এবং ওয়েব সিরিজ 'আন্ডার ওয়ার্ল্ড' (সিজন ওয়ান) নির্মাণ করবো এখান থেকে। আগামী কোরবানি ঈদের পরে 'অসময়'র শুটিং শুরু হবে। চিত্রনাট্য নিয়ে কাজ শুরু হয়েছে। তারপর দ্বিতীয় অরিজিনাল সিরিজ 'আন্ডারওয়ার্ল্ড' সিজন ১ নিয়ে কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, পরিচালক হিসেবে মানসম্মত কনটেন্ট নির্মাণ করতে চাই, যেন আমাদের দর্শকরা পে করে কনটেন্ট দেখায় অভ্যস্ত হয়। এতে আমাদের কনটেন্ট মার্কেট বড় হবে, ইন্ডাস্ট্রি বড় হবে এবং আমাদের পরিচালক ও শিল্পীরা আরও বড় পরিসরে কাজ করার সাহস ও সুযোগ পাবেন।
Comments