এটা আমাদের খুব কাছের গল্প: শবনম ফারিয়া

ওয়েব সিনেমা 'আন্তঃনগর' আগামীকাল ৮ জুন রাত ৮টায় চরকিতে আসছে। এই সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, শবনম ফারিয়া, রুনা খান, সোহেল মণ্ডল, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজসহ অনেকেই।
সিনেমাটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী।
এই নগরের ইটপাথরে মিশে আছে কত বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। তেমনই হরেক রকম গল্প থেকে ছেঁকে নেওয়া কিছু গল্পের সমাহার 'আন্তঃনগর'।

শ্যামল মাওলা বলেন, 'আন্তঃনগর সিনেমায় অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা, প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পরে গিয়েছিল। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ, কাজটা বেশ।'
শবনম ফারিয়া বলেন, 'এই সিনেমার গল্প নারীর জীবন যুদ্ধ নিয়ে। এটা আমাদের খুব কাছের গল্প। কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা। চরকি ভিন্ন ধরনের ভালো গল্প বলে। সেদিক থেকে এই গল্পটা নিয়ে প্রত্যাশা অনেক বেশি৷'
Comments