ঈদে রাজের নতুন ওয়েব সিরিজ

শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

'পরান' ও 'হাওয়া' সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। এই দুটি সিনেমার পর মুক্তি পেয়েছিল 'দামাল'।

তারপর দর্শক দীর্ঘদিন অপেক্ষায় রয়েছেন রাজের নতুন কাজের জন্য। সেই অপেক্ষা কমে মুক্তি পাচ্ছে তার ওয়েব সিরিজ 'ইনফিনিটি ২'।

ইতোমধ্যে সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে। মেহেদি হাসিব পরিচালিত এই ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সুমন আনোয়ার, সাঞ্জু জন, সামিয়া অথৈসহ অনেকেই।

'ইনফিনিটি ২' ওয়েব সিরিজটি আসছে ঈদে একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।

শরিফুল রাজ বলেন, 'এই ওয়েব সিরিজটির গল্প দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। ইনফিনিটি-২ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে। দেখার পর তাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এর বেশি এখন কিছু বলছি না।'

Comments