প্রথমবার সিয়াম-ফারিণ ‘পুনর্মিলনে’

ওটিটি প্লাটফর্ম চরকির জন্য মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘পুনর্মিলনে’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে।
সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন তাসনিয়া ফারিণ ও সিয়াম আহমেদ।

ওটিটি প্লাটফর্ম চরকির জন্য মিজানুর রহমান আরিয়ান নির্মিত 'পুনর্মিলনে' সিনেমায় দেখা যাবে এই জুটিকে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, গোলাম ফরিদা ছন্দাসহ অনেকেই।

সিয়াম আহমেদ বলেন, 'পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। ফারিণ গুণী একজন অভিনেত্রী। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই।'

তাসনিয়া ফারিণ বলেন, 'সিনেমাটির গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করা হলো। তিনি খুব অবজার্ভেন পারসোন। আশা করছি, ভালো একটা কাজ হতে চলেছে।'

Comments