কলকাতায় চরকি’র যাত্রা অনুষ্ঠানে দুই বাংলার তারকারা

কলকাতায় যাত্রা শুরু করেছে চরকি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য আনন্দের দিন। দেশের পর এবার কলকাতায় কাজ শুরু করছে তারা। 

এ উপলক্ষে আজ বুধবার দুপুরে কলকাতার দ্য ওবেরয় গ্র্যান্ড হোটেলে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে চরকি। 

চরকির কনটেন্ট প্রধান অনিন্দ্য ব্যানার্জি স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রথমেই উপস্থিত সবাইকে আমন্ত্রণ জানান। এরপর স্ক্রিনে দেখানো হয় চরকি নিয়ে নির্মিত একটি ভিডিও। তারপর মঞ্চে আসেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। 

তিনি বলেন, 'যাত্রার শুরু থেকেই চরকি বাংলাদেশের ট্যালেন্টদের নিয়ে কাজ করে আসছে। আমাদের ইচ্ছা সারা পৃথিবীর বাঙালিদের বাংলা কনটেন্ট দিয়ে কানেক্ট করা। সে কারণেই এই পর্যায়ে এসে কলকাতার গুণী পরিচালক, প্রযোজক, শিল্পীদের সঙ্গে যেন কাজ করতে পারি, সেই জায়গা থেকে এখানে যাত্রা শুরু করা। আমরা এখন দুই বাংলার ট্যালেন্টদের নিয়ে কাজ করব।' 

অনিন্দ্য ব্যানার্জির সঞ্চালনায় আয়োজন করা হয় দুই বাংলার পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে আলোচনা পর্ব। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মোস্তফা সরয়ার ফারুকী। 

আলোচনায় আরও অংশ নেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও অভিনেতা চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানে ছিলেন তমা মির্জা, সৌরভ দাস, কৌশিক গাঙ্গুলী, অরিন্দম শীল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা, সোহিনী সরকার, রায়হান রাফি এবং শ্রীকান্ত মোহতাসহ অনেকেই। 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago