৪০০ কোটি রহস্যের জট কি খুলবে চাঁদ রাতে

'মাইশেলফ অ্যালেন স্বপন ২' এর ঘোষণা এসেছিল ৪০০ কোটি টাকার রহস্য নিয়ে। তাই অনেকে ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো টাকা কোথায় আছে—সেই রহস্যের জট খুলবে।
এছাড়া, প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগুলো এক বিন্দুতে মিলবে কি না, সে প্রশ্নও রয়েছে দর্শকদের মনে।
ঈদুল ফিতর উপলক্ষে চাঁদ রাতে গল্পটি জানা যাবে সাত পর্বে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রাত ১২টায় মুক্তি পাবে সিরিজটি। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।
এরই মধ্যে 'বয়াম পাখি ২.০' গানটি প্রকাশ পেয়েছে। এছাড়া, শায়লা এবং মোমেনা চরিত্রটিও থাকবে সমান্তরালে। কে কাকে বিপদে ফেলছে, কে কেমন অঙ্ক কষছে, তা জানা যাবে চাঁদ রাতে।
ট্রেলারের একদম শেষে শায়লা চরিত্রের কণ্ঠে 'চারশো কোটির পঞ্চাশ কোটি আমারে দিবা' এবং শুরুর দিকে মোমেনার কণ্ঠে, 'তোমাকে তো চিনে ফেলেছি যাদুর বাপ' সংলাপ দুটি অনেক রকম সমীকরণের মধ্যে নিয়ে যেতে পারে দর্শকদের।
সিরিজে শায়লা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। আছেন নাসির উদ্দিন খান। দ্বিতীয় সিজনেও অভিনয় করেছেন সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা। নতুন চরিত্র হিসেবে যুক্ত হয়েছেন জেফার রহমান, সুমন বড়ুয়া।
Comments