ঈদের ছুটিতে দেখতে পারেন যেসব ওয়েব সিরিজ ও ফিল্ম

প্রতি ঈদেই দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পায় নতুন ওয়েব ফিল্ম, সিরিজ। এবার ঈদুল ফিতরেও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আসছে বেশ কয়েকটি নতুন ওয়েব ফিল্ম ও সিরিজ। ঈদের ছুটিতে দেখে নিতে পারেন এসব নতুন ওয়েব কনটেন্ট।

জিম্মি

২৮ মার্চ হইচইয়ে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত প্রথম ওয়েব সিরিজ 'জিম্মি'। সিরিজটি নির্মাণ করেছেন আশফাক নিপুন।

রুনা লায়লা নামের এক মধ্যবিত্ত নারীর লোভের গল্প নিয়ে তৈরি হয়েছে জিম্মি। তিনি একজন সরকারি নিম্নপদস্থ কর্মচারী। ১০ বছর ধরে কোনো প্রমোশন হয় না তার। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। সারাক্ষণ তার মাথায় টাকার চিন্তা। একসময় মোটা টাকার লোভে পড়ে যান রুনা। শুরু করেন অবৈধ কাজ। ধীরে ধীরে বদলাতে থাকে তার জীবন।

রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মৃধা শিবলু।

মাইশেলফ অ্যালেন স্বপন ২

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চাঁদ রাতে মুক্তি পাবে সিরিজটি। 'সিন্ডিকেট' সিরিজের জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপনকে নিয়ে তৈরি হয়েছিল স্পিন অফ সিরিজ 'মাইশেলফ অ্যালেন স্বপন'। চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর। স্বপনের কাছে থাকা ৪০০ কোটি টাকা কোথা থেকে এলো, শেষ পর্যন্ত এই টাকা সাদা করতে পারবে কি না সেই উত্তর পাওয়া যাবে এবার।

প্রথম সিজনের মতো এবারও সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, জেফার রহমান, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা প্রমুখ।

হাউ সুইট

জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত রোমান্টিক, অ্যাকশন ও কমেডির মিশেলে ওয়েব ফিল্ম 'হাউ সুইট'। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। ঈদের দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে এটি।

সুইট নামের এক মেয়েকে বিয়ে করতে চায় এক সন্ত্রাসী। সেই বিয়ের আসর থেকে পালিয়ে বরিশালের পথে পাড়ি জমায় মেয়েটি। পথে পরিচয় হয় অপূর্ব অভিনীত চরিত্রের সঙ্গে। ঘটতে থাকে নানা মজার ঘটনা। এতে আরও আছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।

ছায়া

ঈদের দিন থেকে আইস্ক্রিনে দেখা যাবে 'ছায়া' ওয়েব ফিল্মটি। ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন এটি। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।

গল্পে দেখা যাবে, অনাথ দুই ভাইবোন অনাদরে বড় হয়। একসময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পল্লব আসিফ নূর প্রমুখ।

Comments

The Daily Star  | English

Rooppur, MRT-1, Matarbari to get special focus

Three mega projects will get special focus in the upcoming development budget with the view to providing cheaper electricity, easing Dhaka dwellers’ transportation problem and enhancing international trade for Bangladesh.

13h ago