বৈশাখে ওটিটিতে আসছে 'ননসেন্স'

'পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম 'বঙ্গ'তে আসছে শহরকেন্দ্রিক পারিবারিক গল্পের ওয়েব সিরিজ 'ননসেন্স'।
ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ অনেকে।
রাকেশ বসু বলেন, 'এটা কোনো ডার্ক ঘরানার গল্প নয়। একই অ্যাপার্টমেন্টে থাকা দুটি ভিন্ন চিন্তাধারার দুই পরিবারের গল্প। গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। যার মধ্যে বর্তমান সমাজের প্রতিচ্ছবি রয়েছে। যিনি সবার মন যুগিয়ে চলতে চলতে পছন্দ করেন। হঠাৎ করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব ও ঘটনাই দেখা যাবে সিরিজে।'
তিনি আরও বলেন, 'পারিবারিক গল্পের সিরিজ এটি। নাটকে অনেক বিষয় থাকে, আমরা দেখাতে পারি না। ওয়েব সিরিজে সেটা তুলে ধরতে পারি। এই গল্পটা দর্শকের পছন্দ হবে।'
Comments