অষ্টম বিয়ের পর আব্বাসের জীবনে নেমে আসে বিপর্যয়

ছবি: সংগৃহীত

মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ 'বোহেমিয়ান ঘোড়া'র ট্রেইলার। প্রায় দুই মিনিটের ট্রেইলারেই দর্শক কিছুটা ধারণা পেয়েছে যে, কী হতে চলেছে সিরিজজুড়ে।

'বোহেমিয়ান ঘোড়া' সিরিজের ট্রেইলারে দেখা যায়, ট্রাকচালক আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতি পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস একেক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।

ঘটনাচক্রে আট নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে বিপর্যয়। সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ জুন। পুরো সিরিজটি সেদিন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিরিজে মোশাররফ করিম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। সিরিজে তাকে আব্বাস চরিত্রে দেখা যাবে। বিপরীতে রয়েছেন একঝাঁক অভিনেত্রী—রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। সেই সঙ্গে দেখা যাবে রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকেই।

ছবি: সংগৃহীত

পরিচালক অমিতাভ রেজা বলেন, 'যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। আব্বাস চরিত্রটি এমন একজন মানুষ, যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীদের মন জয় করে ফেলে। কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সবসময় এক গভীর দ্বন্দ্বে ভোগে। আমার একজন অভিনেতা প্রয়োজন ছিল যার অভিনয় ক্ষমতা এমন যে ক্ষণে ক্ষণে চরিত্রের রূপ পরিবর্তন করতে পারে। মেথড অভিনয়ের পারদর্শী এই শহরে দুইয়েকজনই আছে। তাদের মধ্যে মোশারফ করিম একজন।'

'বোহেমিয়ান ঘোড়া' সিরিজটি কমেডি, রহস্য ও মানবিক গল্পের এক মিশ্র অভিজ্ঞতা—যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে ব্যথা, মিথ্যার ভেতরে লুকিয়ে আছে ভালোবাসা।

Comments

The Daily Star  | English

Israeli military says it attacked 6 airports in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago