ওটিটিতে এত প্রি-বুক আগে কখনো হয়নি: অমি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় কাজল আরেফিন অমি নির্মিত 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫' এর নতুন আটটি পর্ব একসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি দেওয়া হয়। নতুন পর্বগুলো দেখেছে শতাধিক বেশি দেশের বাংলা ভাষাভাষী দর্শক।

মুক্তির পর মাত্র তিন দিনে ৩৫ লাখের বেশি পেইড ভিউ হয়েছে। ওয়াচ টাইম ডেটা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দর্শকেরা এখন পর্যন্ত আড়াই কোটি মিনিটের বেশি সময় নতুন সিজন দেখেছেন।

এ প্রসঙ্গে ব্যাচেলর পয়েন্টে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, 'ওটিটিতে এত পরিমাণ প্রি-বুক আগে কখনো হয়নি। ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে বাংলাদেশের ওটিটি মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি হলো। আর এসবই সম্ভব হয়েছে দর্শকের ভালোবাসার কারণে।'

'ওটিটিতে টাকা দিয়ে এত মানুষ ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ দেখেছেন, এটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে,' বলেন তিনি।

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লামিমা লামসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago