সোশ্যাল থ্রিলার আকায় আফরান নিশো

ছবি: সংগৃহীত

রহস্য আর সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত 'আকা' সিরিজের দুই মিনিটের ট্রেইলার প্রকাশিত হয়েছে।

আজ সোমবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ট্রেইলারটি প্রকাশিত হয়।

আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে 'আকা'। তার আগে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেইলার প্রকাশিত হলো।

সিরিজে আকা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, 'আমি সব সময় ভালো কাজ, ভালো প্রডাকশনের সাথে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেই সাথে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথাই নেই!'

'আজকে ট্রেইলার মুক্তি পেল, কিছুদিন পর কনটেন্টটা আসবে। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় থাকব। আমার চোখে নির্মাতা একজন সাইকোপ্যাথ, ও ভালো মানুষ কিন্তু দুষ্ট। এ জন্যই আমাদের দুজনের তালমিল খুব ভালো মতো হয়,' বলেন নিশো।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, 'আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি আসলে দর্শকদের সাথে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।'

নাবিলা বলেন, 'ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। সাইকো থ্রিলার জনরায় তিনি দারুণ কাজ করছেন। আকা দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি, ট্রেইলারটা দর্শক পছন্দ করবেন। সেই সাথে আমাদের কাজটাও।'

সিরিজটিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, একে আজাদ সেতু, তাজজি হাসান, শ্যামন্তি সৌমি।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

6h ago