পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের

গায়ক আকবরের পা কাটা হতে পারে এমন কথা কয়েকদিন আগে জানিয়েছিলেন তার স্ত্রী কানিজ ফাতেমা। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন 'ইত্যাদি' থেকে পরিচিতি পাওয়া আকবর আলী গাজী।
গায়ক আকবর
আকবর আলী গাজী। ছবি: সংগৃহীত

গায়ক আকবরের পা কাটা হতে পারে এমন কথা কয়েকদিন আগে জানিয়েছিলেন তার স্ত্রী কানিজ ফাতেমা। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন 'ইত্যাদি' থেকে পরিচিতি পাওয়া আকবর আলী গাজী।

তার পায়ের গোড়ালিতে পচন ধরেছে। এজন্য ১৮ জন চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা আজ সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ পায়ের গোড়ালির কিছু অংশ অস্ত্রোপচার করে কাটা হয়েছে। পুরোটা এখনো কাটার সিদ্ধান্ত হয়নি।'

'তার দুটো কিডনিই ড্যামেজ, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখন বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। পুরো পা কাটার সিদ্ধান্ত হয়নি,' বলেন তিনি।

বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আকবরের মেয়ে অথৈ আজ রাতে লিখেছেন, 'আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন।'

Comments