‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর’

কবীর সুমনের সঙ্গে আসিফ আকবর। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী আসিফ আকবরের জন্য আগেও গান লিখেছেন ও সুর করেছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতকার, সুরকার কবীর সুমন। তবে এবারই প্রথম একসঙ্গে দ্বৈতগানে কণ্ঠ দিলেন তারা।

গানের কথাগুলো এমন- 'আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর।' কবীর সুমনের কথা ও সুরে উজ্জ্বল সিনহার সংগীতে গানটি গতকাল সন্ধ্যায় ঢাকার বাংলাঢোল স্টুডিওতে রেকর্ড হয়েছে।

আসিফ আকবর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাকে তিনি আসিফ মিয়া বলে ডাকেন। আমাদের দেখা হওয়ার পর প্রথমেই তিনি বললেন, তাহলে আমাদের দেখা হয়ে গেল আসিফ মিয়া।'

তিনি বাংলাদেশে আসার পর থেকেই তাদের কথা হতো, আড্ডা হতো। তবে, এবারই প্রথমবার একসঙ্গে কোনো গান করলেন।

আসিফ বলেন, 'তিনি এভাবেই বলেছেন- দু'জন পুরুষশিল্পী প্রথম কোনো গান করলাম মিয়া। তিনি হিমালয়ের মতোন একজন মানুষ কবীর সুমন। তার সান্নিধ্যে থেকে অনেককিছু শেখা যায়, জানা যায়।'

তিনি আরও বলেন, 'আমার ক্ষুদ্র সংগীত জীবনে ওনার সান্নিধ্য পেয়েছি। কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। আমার গানের ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। তিনি চেয়েছেন আমি যেন তার সঙ্গে দ্বৈত গান করি। এই গানটি নিয়ে ওনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। জীবনে হয়তো কোনদিন কিছু ভালো কাজ করেছিলাম। ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন।'

নতুন দ্বৈত গানটি আর্ব এন্টারটেইনমেন্টই ইউটিউবে চ্যানেলে থেকে প্রকাশ হবে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago