মারা গেলেন গায়ক আকবর

কণ্ঠশিল্পী আকবর। সংগৃহীত ফাইল ছবি

কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। আজ রোববার দুপুরে  রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আকবরের মেয়ে অথৈ দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার থেকে আকবর লাইফ সাপোর্টে ছিলেন। তার আগে গত শনিবার থেকে কণ্ঠশিল্পী আকবর আইসিইউতে ছিলেন।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র মাধ্যমে পরিচিতি পান আকবর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় আছেন। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলা হয়।

'তোমার হাত পাখার বাতাসে' গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ইত্যাদিতে গান গাওয়ার পর তার ভাগ্য বদলে যায়। 

Comments