বিটিএসের জে-হোপ সেনা ক্যাম্পে সহকারী প্রশিক্ষকের কাজ করবেন

সিউল থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওনজুতে ৩৬তম পদাতিক ডিভিশনের রিক্রুট ট্রেনিং সেন্টারে এই পদের জন্য জে-হোপকে নির্বাচিত করা হয়েছে।
বিটিএস, জে-হোপ, দক্ষিণ কোরিয়া, কে-পপ,
জে-হোপ। ছবি কৃতজ্ঞতা: ওয়েভার্স

বিশ্বব্যাপী জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের জে-হোপ বাধ্যতামূলক সামরিক চাকরির অবশিষ্ট সময় সেনাবাহিনীর বুট ক্যাম্পে সহকারী প্রশিক্ষকের কাজ করবেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি সিউল থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওনজুতে ৩৬তম পদাতিক ডিভিশনের রিক্রুট ট্রেনিং সেন্টারে এই পদের জন্য জে-হোপকে নির্বাচিত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রাপ্ত বয়স্কদের প্রায় দুই বছরের জন্য বাধ্যতামূলক সামরিক বাহিনীতে কাজ করতে হয়।

২৯ বছর বয়সী জে-হোপ গত ১৮ এপ্রিল একই বুট ক্যাম্পে যোগ দেন। সম্প্রতি তিনি সেখানে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ শেষ করেছেন।

বিটিএসের আরেক তারকা জিনও সেনাবাহিনীর বুট ক্যাম্পে সহকারী প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।

জিন ডিসেম্বরে সিওল থেকে ৬০ কিলোমিটার উত্তরে ইয়োনচিওনে ৫ম পদাতিক ডিভিশনের বুট ক্যাম্পে যোগ দেন। তিনি সেনাবাহিনীতে যাওয়া বিটিএসের প্রথম সদস্য। তিনি পাঁচ সপ্তাহে প্রশিক্ষণ শেষ করে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হন।

Comments