সংগীত

ওস্তাদ রশিদ খান মারা গেছেন

আজ মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
ওস্তাদ রশিদ খান মারা গেছেন
ওস্তাদ রশিদ খান। ছবি: সংগৃহীত

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওস্তাদ রশিদ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। 

রশিদ খান
২০১১ সালে দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ গালা নাইটে সংগীত পরিবেশন করেন ওস্তাদ রশিদ খান। ছবি: স্টার

গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন এই শিল্পী। সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

রশিদ খানের জন্ম ১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুঁতে। 

মূলত শাস্ত্রীয় সংগীত চর্চা করলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গান গেয়েছেন এই শিল্পী। জাব উই মেট, হাম দিল দে চুকে সনম, মাই নেম ইজ খানসহ অনেক সিনেমায় গান করেছেন রশিদ খান। 

বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন তিনি। 

২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।

Comments

The Daily Star  | English
Govt reduces fuel price

Diesel price hiked by Tk 1 per litre, petrol and octane by Tk 2.50

The government has hiked the diesel price by Tk 1 per litre, and petrol and octane prices by Tk 2.50 per litre

2h ago