মারা গেছেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল

হাসান আবিদুর রেজা জুয়েল। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। আজ সকাল ১১টা ৫৩ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জুয়েলের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন কণ্ঠশিল্পীর স্ত্রী সংগীতা আহমেদ।

গত ২৩ জুলাই শ্বাসকষ্ট শুরু হলে জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

২০১১ সালে জুয়েলের যকৃতের ক্যানসার ধরা পড়ে। এরপর তা ফুসফুস ও হাড়েও সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তার।

হাসান আবিদুর রেজা জুয়েলের প্রথম অ্যালবাম 'কুয়াশা প্রহর' প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এরপর একে একে প্রকাশিত হয় 'এক বিকেলে', 'আমার আছে অন্ধকার', 'একটা মানুষ', 'দেখা হবে না', 'বেশি কিছু নয়', 'বেদনা শুধুই বেদনা', 'ফিরতি পথে', 'দরজা খোলা বাড়ি' ও 'এমন কেন হলো'। তার 'এক বিকেলে' অ্যালবামটি সবচেয়ে আলোচিত ছিল।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

5h ago