দীর্ঘ বিরতির পর নতুন গানে মাহাদী

মাহাদী। ছবি: সংগৃহীত

'সুনীল-বরুণা' খ্যাত কণ্ঠশিল্পী মাহাদীকে দীর্ঘদিন তাকে নতুন গানে দেখা যায়নি। 'কত কাছে তোমার' গানের মাধ্যমে নতুন গানে ফিরলেন তিনি।

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। অদিত রহমানের পরিচালনায় মিউজিক ভিডিওতে থাকছেন শিল্পী নিজেই।

গানটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে। এছাড়াও গানটি শোনা যাবে দেশি-বিদেশি বিভিন্ন প্লাটফর্মে।

মাহাদী কর্মজীবনে ব্যস্ততার কারণে দীর্ঘদিন নতুন গানে সময় দিতে পারছিলেন না। শেষপর্যন্ত নতুন গানে ফিরলেন তিনি।

আসিফ ইকবালের কথা ও প্রিন্স মাহমুদের সুরে 'বন্দনা' অ্যালবামে মাহাদীর কণ্ঠে 'সুনীল-বরুণা' গান এখনও শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে। ২০০৭ সালে গানচিল মিউজিক থেকে প্রকাশিত হয়েছিল আ্যালবামটি।

Comments

The Daily Star  | English
Kamal Hossain calls for protecting nation

Kamal Hossain urges vigilance against obstacles to nation-building effort

"The main goal of the freedom — gained through the great Liberation War — was to establish democracy, justice, human rights and build a society free from exploitation. But we have failed to achieve that in the last 54 years," says Dr Kamal

1h ago