বাংলাদেশি গীতিকারের গানে রূপঙ্কর বাগচী

মাহমুদ মানজুর ও রূপঙ্কর বাগচী। ছবি: সংগৃহীত

বাংলাদেশি গীতিকার মাহমুদ মানজুরের কথায় গান গেয়েছেন ভারতের কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী।

গানটির সুর-সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। গানের কথাগুলো হলো—কেমন আছো তুমি, নিয়েছো কি খোঁজ, কেমন আছো তুমি/ভাবি আজও রোজ।

গানটি প্রসঙ্গে গীতিকার মাহমুদ মানজুর বলেন, 'রূপঙ্করের কণ্ঠ নিয়ে বলার অপেক্ষা রাখে না। তিনি বাংলা গানের জন্য অসম্ভব দরকারি একজন শিল্পী। খুবই সুন্দর একটা গান হয়েছে আমাদের। এটি অনেক আগেই তৈরি করেছি আমরা। তবে সেটি সবার কাছে পৌঁছাতে খানিক বিলম্ব হলো। আশা করছি, শ্রোতারা মুগ্ধ হবে গানটি শুনে। তবেই সার্থক।'

কণ্ঠশিল্পী রূপঙ্কর বলেছেন, 'বাংলাদেশের গান পেলে আগ্রহ নিয়ে করি। আগেও কিছু কাজ করেছি। এই গানটির কথা, সুর ও সংগীত বেশ লেগেছে। গানটি দুই বাংলার শ্রোতাদের কাছেই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।'

উল্লেখ্য মাহমুদ মানজুরের কথায় রূপঙ্কর বাগচী ছাড়াও এর আগে গান গেয়েছেন ভারতীয় শিল্পী শিলাজিৎ, পলক মুচ্ছাল ও শুভমিতা।

Comments

The Daily Star  | English

Engineering univ students block Shahbagh with three-point demand

The students brought out a procession and occupied the intersection around 11:30am

18m ago