বাংলাদেশে এসে সালমানের পক্ষে ভালোবাসা জানালেন সোহেল খান

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই সোহেল খান। তিনি নিজেও বলিউডের একজন অভিনেতা, প্রযোজক।
সালমানের চ্যারিটি প্রতিষ্ঠান 'বিং হিউম্যান' এর ফ্যাশন হাউসের শোরুম উদ্বোধন করতে ঢাকায় এসেছেন সোহেল খান। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছেন সোহেল খান। দুপুর ২টায় বনানীতে এসে সাংবাদিকদের তিনি বলেন, 'বিং হিউম্যান একটি চ্যারিটি প্রতিষ্ঠান। এটি সালমান খান ফাউন্ডেশন থেকে পরিচালিত হয়৷ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে৷ জনপ্রিয়তা পেলে ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশে আরও কয়েকটি শাখা চালু করবে।'
সালমান খানের পক্ষ থেকে এদেশে তার ভক্ত-অনুরাগীদের ভালোবাসা জানান সোহেল খান। তিনি বাংলায় বলেন, 'বাংলাদেশকে ভালোবাসি'।
জানা গেছে, আজ সন্ধ্যায় গুলশানে একটি আয়োজনে অংশ নিয়ে রাতেই ফিরে যাবেন মুম্বাই ফিরে যাবেন তারা।
Comments