আর্ট ফিল্মের প্রতি আগ্রহ বেশি মোহনা মীমের
মোহনা মীমের নতুন সিনেমা 'জীবন পাখি' আজ মুক্তি পেয়েছে ঢাকাসহ সারাদেশে। এর আগে 'লালচর' নামের আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। সিনেমা ছাড়া টিভি নাটকও করছেন। অভিনয় করেছেন কলকাতার সিরিয়ালে। সেরা নাচিয়ে হিসেবে বিজয়ী হওয়ার রেকর্ডও যুক্ত হয়েছে তার ক্যারিয়ারে।
'জীবন পাখি' সিনেমায় মোহনা মীম অভিনয় করেছেন মমতা চরিত্রে। এটি মূলত আত্মহত্যা প্রতিরোধমূলক একটি সিনেমা। আত্মহত্যা না করে সুস্থ-সুন্দর জীবনে ফিরে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
মোহনা মীম বলেন, 'গল্পই জীবন পাখি সিনেমার প্রাণ। এই সিনেমা দেখে কেউ আত্মহত্যার পথে পা বাড়াবেন না। সুন্দর ম্যাসেজ আছে এই সিনেমায়। এমন সিনেমায় অভিনয় করে তৃপ্তি পেয়েছি।'
জীবন পাখি সিনেমাটি আজ মুক্তি পেলেও ১০ অক্টোবর বিশ্ব আত্মহত্যাবিরোধী দিবসে বাংলাদেশের সবগুলো জেলায় এটি দেখানো হয়েছে। উদ্দেশ্য একটাই, সিনেমাটি দেখে মানুষ যেন আত্মহত্যার পথ পরিহার করেন।
মোহনা মীম অভিনীত প্রথম সিনেমা 'লালচর' মুক্তি পায় কয়েক বছর আগে। সরকারি অনুদানের ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন। পরিচালক ছিলেন নাদের চৌধুরী। সিনেমাটিতে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলোতে মনোনয়ন পেয়েছিলেন মীম।
মীম বলেন, 'আর্ট ফিল্মের প্রতি ভীষণ আগ্রহ আমার। অন্য ঘরানার সিনেমাও করতে চাই, কিন্তু বেছে বেছে।'
সিনেমার বাইরে এ পর্যন্ত এক ডজনেরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। গুণী অভিনেতা ও পরিচালক আবুল হায়াত পরিচালিত নাটক 'চোখ গেল পাখিতে' অভিনয় করে সাড়া পেয়েছেন বেশ। এটিই তার প্রথম নাটক।
সম্প্রতি বৃন্দাবন দাশের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক 'ষণ্ডা পাণ্ডাতে' অভিনয় করেছেন তিনি।
নাটকটির বিষয়ে মোহনা মীম বলেন, 'অনেক দিনের ইচ্ছে ছিল বৃন্দাবন দাশ দাদা ও লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করার। সেই ইচ্ছে পূরণ হয়েছে। নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে হয়েছে। এই নাটকে চঞ্চল চৌধুরীর মতো নামি অভিনেতার সঙ্গে অভিনয় করাটাও একটি বড় বিষয়।'
ভারতের স্টার জলসার একটি সিরিয়ালে অভিনয় করেছেন মীম। তখন অবশ্য তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। স্টার জলসায় তার অভিনীত সিরিয়ালটির নাম 'আমি সিরাজের বেগম'। গুলশানা চরিত্রে অভিনয় করে ২ বাংলায় পরিচিতি পান।
তবে মোহনা মীমের শুরুটা নাচ দিয়ে। এখনও নাচের সঙ্গ ছাড়েননি তিনি।
Comments