ফার্মগেটে রাজ্জাক ভাইয়ের সঙ্গে গানটির শুটিং করেছিলাম: অঞ্জনা
ঢাকাই সিনেমায় নায়করাজ রাজ্জাকের আধিপত্য ছিল দীর্ঘদিন। এ দেশের সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বাঙালির ঘরে ঘরে তার নাম সুপরিচিত। কোটি মানুষের ভালোবাসায় এখনও সিক্ত তিনি।
আজ ২৩ জানুয়ারি নায়করাজ রাজ্জাকের জন্মদিন। অভিনেত্রী অঞ্জনা দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন নায়করাজকে নিয়ে।
অঞ্জনা বলেন, 'বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক তিনি, ৫০ বছর যার অবস্থান বাংলা সিনেমায় উজ্জ্বল। তার মাথার মুকুট কেউ সরাতে পারেনি। আমি নায়করাজ রাজ্জাকের সঙ্গে জুটি হিসেবে অনেক কালজয়ী সিনেমায় অভিনয় করেছি। ১৯৮৫ সালে সেই বছরের সবচেয়ে ব্যবসাসফল অভিযান সিনেমায় আমাকে নেওয়া হয়েছিল। এ সিনেমার পরিচালক ছিলেন রাজ্জাক ভাই।'
তিনি আরও বলেন, 'আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত সিনেমায় পাহারাদার রহমত আর লাইলীর কথা দর্শকরা আজও স্মরণে রেখেছেন। যতদিন বাংলা সিনেমা থাকবে এই চরিত্র ২টি থেকে যাবে বলে আমার বিশ্বাস। রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার প্রথম সরাসরি পরিচয় অশিক্ষিত সিনেমার কালজয়ী ''ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে'' গানের শুটিংয়ের মাধ্যমে। গানটির শুটিং ফার্মগেটে হয়েছিল সন্ধ্যার দিকে। শুটিংয়ে আমাকে কাছে ডেকে তিনি অনেক সাহস দিয়েছিলেন, যা কোনোদিন ভুলব না।'
'এ ছাড়া নায়করাজের সঙ্গে জুটি হয়ে আশার আলো, বৌরানী, সানাই, সুখে থাক, বৌ কথা কও, রাজার রাজা, রুপার কথা, বেদনা, জিঞ্জির, আনারকলি, রজনীগন্ধা, অভিযান, বিধাতা, বাগদত্তা, দরবার, সেই তুমি, রাম রহিম জন সিনেমায় অভিনয় করেছি', যোগ করেন অঞ্জনা।
Comments