শাকিব খানের প্রিয়তমা সিনেমার লুক ভাইরাল

হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন কলকাতার  ইধিকা পাল।
ছবি: সংগৃহীত

শাকিব খান তার নতুন সিনেমা প্রিয়তমার শুটিং শুরু করেছেন গতকাল বুধবার থেকে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন কলকাতার  ইধিকা পাল।

গতকাল শুটিং শুরুর পাশাপাশি রাতে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ হয়। এটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। পোস্টারে দেখা যায় লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, ঠোঁটে সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান।

সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, 'শাকিব ভাই প্রিয়তমা সিনেমার জন্য নতুনভাবে এসেছেন। তার জন্য নিজেকে অনেক প্রস্তুত করেছেন। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। গল্পে চরিত্রের প্রয়োজনে নতুন লুক তৈরি করা হয়েছে।'

ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটির কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। প্রিয়তমা ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটির প্রথম লুক প্রকাশের পরেই রোমা সিনেমার মালিক ঘোষণা দিয়েছেন ঈদুল আজহায় চালাবেন সিনেমাটি।

Comments