বেসুরো, ভুল কথায় গান গেয়ে ক্ষমা চাইলেন জায়েদ খান

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভুল কথায় বেসুরো গান গেয়ে সমালোচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
কিংবদন্তী নায়ক ফারুক অভিনীত 'সারেং বউ' ছবির আবদুল জব্বারের গাওয়া 'ওরে নীল দরিয়া' গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস আকারে জায়েদ খানের গাওয়া বেসুরো ও ভুল কথার গানটির ছোট একটি ক্লিপ ভাইরাল হয়েছে।
এ প্রসঙ্গে জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেদিন অনুষ্ঠানে আমাকে জোর করে গানটা গাওয়ানো হয়েছে। সেদিন অনেক আবেগী ছিলাম। অনুষ্ঠানে আমাকে জোর করা হয়েছে ফারুক ভাইয়ের গান গাওয়ার জন্য। আমি আবেগে একটু ভুল গেয়েছি, আয়োজনেই সেজন্য ক্ষমা চেয়েছি।'
Comments