রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হলে দায়ী সুনেরাহ: পরীমনি

গতকাল মঙ্গলবার মধ্যরাতে নায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে নায়িকা তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপস প্রকাশ করা হয়।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে নায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে নায়িকা তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপস প্রকাশ করা হয়।

এ নিয়ে ইতোমধ্যেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সুনেরাহ বিনতে কামাল।

তিনি লিখেছেন, 'রাজের বিয়ের পর তার সঙ্গে এখনো আর আমার তেমন যোগাযোগ নেই। আর যেটা ছড়িয়েছে, সেটা আমাদের ডাবিংয়ের দিন। সেদিন আমরা ছবি তুলেছিলাম। তার স্ত্রী কোনো কারণ ছাড়াই আমার ওপর রাগান্বিত। পাঁচ বছর আগের যে ভিডিও আপনারা দেখছেন, সেখানে আমরা আরও তরুণ এবং বন্ধুদের মধ্যে মজা করছিলাম। কথা বলতে বলতে ক্লান্ত ছিলাম।'

সুনেরাহ বিনতে কামাল। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ব্যক্তিগত ভিডিও ও ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনে রাজের স্ত্রী, চিত্রনায়িকা পরীমনির হাত রয়েছে বলেও পোস্টে ইঙ্গিত করেছেন সুনেরাহ।

এ বিষয়ে জানতে চাইলে পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'আমি কোথা থেকে এসব ভিডিও পোস্ট করব? রাজ তো ১০ দিন আগে থেকেই আমার সঙ্গে নেই। রিফ্রেশেমেন্টের জন্য রাজ প্রায় ১৪ দিন হয় বাসার বাইরে আছে।'

সুনেরাহ সম্পর্কে তিনি বলেছেন, 'আমি তো সুনেরাহ নামের ওই অভিনেত্রীকে চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। কেন সে আমাকে নিয়ে এমন মন্তব্য করছে বুঝছি না। আমার মনে হয় সে আলোচনায় আসতেই আমার নাম নিয়ে এসব বলছে। এখন যদি রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হয় তাহলে আমি ওই মেয়েকেই দায়ী করব। মেয়েটার নামে মামলা করব।'

রাজ ও পরীমনি। ছবি: পরীমনির ফেসবুক থেকে

পরীমণি বলেন, 'রাজের খোঁজ নিতে চেষ্টা করেও পারিনি। পরে দেখি বন্ধুদের সঙ্গে পার্টি করার তার ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আলোচনায় আসতে ওই মেয়ে (সুনেরাহ) এসব ভিডিও পোস্ট করেছে। কারণ সে মেয়েটাও তো দাবি করেছে সে রাজের বন্ধু।'

শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে তিনি বলেন, 'স্বামী-স্ত্রীর মধ্যে অনেক কিছুই তো হয়। তবে বাসা থেকে বের হওয়ার মতো তো কিছু হয়নি। অথচ রাজ বাসায় নেই কতদিন! এত দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটি বারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি। আমি সংসার করার তো কম চেষ্টা করছি না। পারছিটা কই? একটার পর একটা ইস্যু চলেই আসছে। যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি।'

Comments

The Daily Star  | English

Democracy must continue in Bangladesh at any cost: PM

Prime Minister Sheikh Hasina has said democracy must continue in Bangladesh at any cost, reiterating her commitment to hold the next general election in a free and fair manner

1h ago