‘প্রতিটি দিন উপভোগ করি’

আফজাল হোসেন। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

চিরসবুজ নায়ক আফজাল হোসেন। পারলে না রুমকি, কূল নাই কিনার নাই, রক্তে আঙুরলতা, বহুব্রীহি মতো কালজয়ী নাটকে অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে।

একাধারে অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, লেখক, বিজ্ঞাপন নির্মাতা  আফজাল হোসেন এখনো অভিনয় ও পরিচালনায় সরব।

একুশে পদকপ্রাপ্ত নন্দিত এই শিল্পীর আজ জন্মদিন। জীবন চলার পথের ৬৮ শেষ করে ৬৯ বছরে পা রাখলেন তিনি।

এতগুলো বছর ফেলে আসা সম্পর্কে প্রশ্ন করতেই হাসি দিয়ে তিনি বলেন, 'আমার কাছে মনে হয়নি এতগুলো বছর চলে গেছে। তবে, অন্যভাবে হিসেব করলে কমও নয় কিন্তু।'

আজ জন্মদিনেও তিনি অফিস করছেন। কর্মময় জীবন তার। সফল অভিনেতা ও পরিচালক হওয়ার পাশাপাশি চিত্রশিল্পী ও লেখক হিসেবেও তিনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা।

জন্মদিনটিও কর্মের মধ্য দিয়ে কাটছে—প্রসঙ্গটি তুলতেই আফজাল হোসেন বলেন, 'কাজেই মধ্যেই দিন কাটে। অফিস করছি, একটু পর বাসায় যাব, কাছের মানুষদের সঙ্গে সময় কাটবে।'

তিনি বলেন, 'প্রতিটি দিন উপভোগ করি। শুধু জন্মদিন নয়, প্রতিটি দিন আমার কাছে সমান। প্রতিটি দিনের গুরুত্ব আমার কাছে সমান।'

গত ঈদুল আযহায় আফজাল হোসেন পরিচালিত 'মাওয়া থেকে হাওয়া' প্রচারিত হয়েছে। ছোটকাকু সিরিজের নাটক পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। ছোটকাকু সিরিজ দীর্ঘ দিন ধরে তিনি পরিচালনা করে আসছেন।

আফজাল হোসেন। ছবি: স্টার

'মানিকের লাল কাঁকড়া' সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। ফেরদৌস ও সোহানা সাবা জুটি হয়ে অভিনয় করেছেন মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায়।

খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের 'যাপিত জীবন' উপন্যাস অবলম্বনে নির্মিত একটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এ ছাড়া, 'অপরাজেয়' সিনেমার শুটিং শেষ করেছেন।

নাটক ও চলচ্চিত্র ছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করছেন আফজাল হোসেন।

জন্মদিনে অসংখ্য মানুষের ভালোবাসার প্রকাশ ঘটে। চেনা-অচেনা থেকে শুরু করে বহু শুভাকাঙ্ক্ষীর ভালোবাসায় সিক্ত হোন দিনটিতে। কেমন লাগে? জানতে চাইলে আফজাল হোসেন বলেন, 'এটা তো ভালো লাগারই কথা। এটা বড় একটি অর্জন। মানসিক একরকম শান্তি কাজ করে।'

Comments

The Daily Star  | English

CA appoints 3 new special assistants with state ministerial rank

Hours after induction three more advisers to the interim government, Chief Adviser Prof Muhammad Yunus appointed three special assistants equivalent to state minister portfolio

2h ago