সৃজিতের ‘দশম অবতারে’ জয়া
জয়া আহসান ২ বাংলায় সমান দর্শকপ্রিয় অভিনয়শিল্পী। গত ২ জুন কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত 'অর্ধাঙ্গিনী'।
এরইমধ্যে আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার' সিনেমার প্রথম চমক।
একটি ছবিতে দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তকে।
এই সিনেমায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। কিন্তু সন্তানসম্ভবা হওয়ায় তার জায়গায় এই ছবিতে থাকছেন জয়া আহসান।
সিনেমায় অভিনয়ের চমকের সঙ্গে গানেও চমক থাকবে, সেটা বোঝা যাচ্ছে। রূপম, অনুপম, ইন্দ্রদীপ—৩ জনই আছেন।
চলতি বছরের পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে 'দশম অবতার'।
Comments