হিন্দি সিনেমা মুক্তির কারণে ভবিষ্যতে অনেকেই কাঁদবেন: দেলোয়ার জাহান ঝন্টু

গতকাল শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ৮১তম সিনেমা 'সুজন মাঝি'। ফেরদৌস-নিপুণ অভিনীত সিনেমাটি দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

পাশাপাশি শাহরুখ খান অভিনীত বলিউডের 'জওয়ান' সিনেমাটি দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হিন্দি সিনেমার মুক্তির বিপক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বিষয়টি নিয়ে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিদেশি ভাষার হিন্দি সিনেমা কোনো নিয়ম-নীতি না মেনে মুক্তি দেওয়া হয়েছে। যেখানে একই তারিখে দেশের সিনেমা মুক্তির জন্য বুকিং দেওয়া আছে সেখানে অন্য ভাষার সিনেমা কীভাবে মুক্তি পেল? এটা আমাদের দেশের সিনেমার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। যারা এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা দেশের সিনেমার শত্রু।'

তিনি আরও বলেন, 'আজ হয়তো অনেকেই এসব বুঝছে না। কিন্তু একদিন সবকিছু বুঝবে। তখন আর করার কিছুই থাকবে না। অনেকের মনে হবে, আমার সিনেমা মুক্তি পাচ্ছে বলে এই প্রতিবাদ করছি। আমি দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা দেশে মুক্তির বিপক্ষে কথা বলে আসছি আগামীতেও বলবো। ভবিষ্যতে অনেকেই কাঁদবেন তখন আর লাভ হবে না।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago